Press ESC to close

গতবছর , করোনা মহামারীর কারণে যখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে বড়ো ছোট হাট নিষিদ্ধ করে দেওয়া হয় , ঠিক তখন , আইসিটি ডিভিশন এর পক্ষ থেকে একশপ , ইক্যাব ও বিডিএফএ এর সম্মিলিত প্রচেষ্টায় শুরু হয় বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন মার্কেট , ডিজিটাল হাট ডট নেট। মহামারীর সময়ে , এই যুগোপযোগী উদ্যোগে , লাভবান হয়েছিল হাজার হাজার মানুষ , এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি খামারিদের আয়ের উৎস হতে পেরেছিলো এই উদ্যোগটি। গতবার বন্যায় যখন উত্তরবঙ্গের হাজারো মানুষ ক্ষতিগ্রস্থ হয় এবং অনেকেই হন আশ্রয়হীন , এই দুর্যোগের সময়ে তাদের সযত্নে লালিত পালিত গরু ছাগলগুলো বিক্রি করার দায়িত্ব নিয়েছিল ডিজিটাল হাট।

এই বছর , বছরের সেই একই সময়ে , সময়ের কাটা যখন বন্দি , শুরু হয়েছে , ডিজিটাল হাট এর কর্মসূচি। একশপ, ডিজিটাল হাটের কারিগরি পার্টনার হিসেবে কাজ করে গেছে পরপর দুই বছর। উদ্যোক্তারা যেন সহজেই প্লাটফর্মে একউন্ট খুলে পণ্য আপলোড করতে পারেন , সেটাই মূল লক্ষ্য।