Press ESC to close

একশপ থেকে চলছে জোরেশোরে চলছে জেলা ব্র্যান্ডিং এর প্রশিক্ষণ , প্রতিটি জেলার খ্যাতিমান পণ্যগুলো যেন দেশ ও বিশ্ববাসীর কাছে তুলে ধরা যায় এবং জেলাগুলো যেন নিজ নিজ পণ্যের জন্য সুনাম কুড়ায় , এই লক্ষ্যে একশপের একটি টিম নিরলস কাজ করে যাচ্ছে। প্রতি সপ্তাহে দিনব্যাপী ২টি করে কর্মশালা করে ,সকলকে একই প্ল্যাটফর্মে যুক্ত করা এবং তাদের পণ্য বাজারজাতকরণে , পণ্য আপলোড , অনলাইনে মার্কেটে পণ্য আপলোড করার সময় কি কি ভুল হয় এবং তার সমাধানের উপায়, হাতে কলমে কিভাবে আপলোড করতে হবে , এই নিয়ে বিষদ আলোচনা করা হয়।

ইকমার্স হেড , জনাব রেজওয়ানুল হক জামি বর্তমান ইকমার্স সম্ভাবনা ও উদ্যোক্তাদের সম্ভাবনা নিয়ে কথা বলেন। উনি আরো জানান , বাংলাদেশ অগাধ সম্ভাবনার দেশ , উদ্যোক্তারা চাইলেই নিজের মেধা ও শ্রম দিয়ে দেশ ও দেশের বাইরে পরিচিত হতে পারেন , নিজের কাজের মাধ্যমে।

এখন পর্যন্ত নওগাঁ , নোয়াখালী , কুড়িগ্রামসহ মোট ৪টি জেলায় জেলা ব্র্যান্ডিং এর কর্মশালা পরিচালিত হয়। ধাপে ধাপে , ৬৪ জেলায় সংঘটিত হতে যাচ্ছে দিনব্যাপী জেলা ব্র্যান্ডিং এর কর্মশালা