ক্ষুদ্র ,কুটির ও মাঝারি শিল্পসহ (সিএমএসএমই) সব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য অনলাইনে বিপণনে ‘বিসিক অনলাইন মার্কেটপ্লেস’ (bscicemarket.gov.bd) চালু করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘বিসিক অনলাইন মার্কেটপ্লেস”-এর উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআই-এর সভাপতি মোঃ জসিম উদ্দিন। বিসিক চেয়ারম্যান মোঃ মোশতাক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিসিক পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ।

May be an image of 10 people, including Jii Sun Sahajii, beard, people standing, people sitting, suit and indoor

বিসিকের প্লাটফর্মটি একশপ প্লাটফর্মের ব্যাকএন্ড ইঞ্জিনের সাথে যুক্ত আছে। এছাড়া এই প্লাটফর্মটির অর্ডারকৃত পণ্য ডেলিভরারি জন্য সংযুক্ত আছে একশপ ডেলিভারি ও অনলাইন পেমেন্টের জন্য রয়েছে একশপ পেমেন্ট মাধ্যম।

তথ্য প্রযুক্তির এই যুগে অনলাইনে পণ্য বিক্রয় এখন বিশ্বব্যাপী সমাদৃত। দেশে তথ্য প্রযুক্তি খাতে অপার সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে এই সেক্টরটিতে। ফলে, দেশে ই-কমার্সসহ অন্যান্য ডিজিটাল সার্ভিসের সুফল মানুষ ইতোমধ্যে ভোগ করতে শুরু করেছেন। ‘বিসিক অনলাইন মার্কেটপ্লেস’ শিল্প সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের গতিকে আরও বেগবান করবে।

বাংলাদেশের মতো জনবহুল দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসকল শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বাজারজাতকরণে সহায়তা প্রদানের জন্য ‘বিসিক অনলাইন মার্কেট’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রযুক্তি প্রতিষ্ঠান ” ড্রিম ৭১” এর মাধ্যমে ওয়েবসাইটি তৈরি করিয়েছে বিসিক, একশপ এবং এটুআই  এর  সহযোগিতায় । এই ওয়েবসাইটে রয়েছে উদ্যোক্তা মল, মেলা, উদ্যোক্তা পরিবার, ইকমার্স পার্টনার, জেলা ব্র্যান্ডিং,গ্লোবাল প্রোডাক্টস ,তথ্য  ও সেবার জন্য রয়েছে   ব্লগ।