বাংলাদেশের প্রায় প্রত্যেকটি ইউনিয়নে ডিজিটাল সেন্টারের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে ই-কমার্স সেবায় নিয়োজিত আছে একশপ। একশপ দ্বারা ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে গ্রামের মানুষ পণ্য অর্ডার করে বাড়িতে বসে পণ্যটি নিতে পারছেন। দুর্গম চরাঞ্চল গাইবান্ধার কামারজানির জুঁই তার প্রবাসী মা এর পাঠানো টাকায় তার পছন্দের ঈদের জামা খুঁজে পায় একশপে উদ্যোক্তা মাহবুবের সহযোগিতায়। ঘরে বসেই তার স্বপ্নের জামা তার বাড়িতে পৌঁছে যায়। এভাবেই সেবার যোগসূত্র হচ্ছে গ্রাম থেকে শহরে। ই কমার্স প্লাটফর্ম একশপ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনলাইন কেনাকাটাকে স্বপ্ন থেকে বাস্তবে রূপান্তরিত করেছে।
Show Comments