বাংলাদেশে প্রথমবারের মতো একটি ই-কমার্স সাইট শুরু করলো জয়িতা ফাউন্ডেশন যেখানে মাত্র তিন মিনিটে একজন উদ্যোক্তা দেশের যেকোনো প্রান্ত থেকে রেজিস্টার করতে পারবেন তার প্রোফাইল। একটি স্মার্টফোনের সাহায্যে কেবলমাত্র মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস থাকলেই নিবন্ধন সম্ভব। এখানে উদ্যোক্তারা সাজাতে পারবেন তার ডিজিটাল দোকান নিজের মতো করে।এই প্ল্যাটফর্মে আরো রয়েছে উদ্যোক্তার পণ্যের ছবি দেখে পছন্দ হলে ক্রেতা ভিডিও কলের মাধ্যমে তা যাচাই করতে পারার সুবিধা ।ফলে খুব সহজেই ক্রেতাগণ তাদের চাহিদা অনুযায়ী বেছে নিতে পারবেন পছন্দের পণ্য। মজার বিষয় হলো একসাথে ৬৫ জন ক্রেতার সাথে ভিডিও কলে যুক্ত হতে পারবেন উদ্যোক্তা। এর ফলে ক্রেতা বিক্রেতার মধ্যে আস্থার একটি নতুন সেতুবন্ধন রচিত হবে।

উদ্যোক্তার সহজ নিবন্ধন ও বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে একশপ ডেলিভারি মাধ্যমে,পণ্য পৌছানো ও সার্বিক সকল সুবিধা দিয়ে “জয়িতা ফাউন্ডেশনে” উদ্দ্যোগের সাথে থাকছে একশপ। ই- জয়িতা “একশপ ডেলিভারি“ একত্রীকরণের পাশাপাশি একশপ এসক্রো -এর সাথে সম্পূর্ণ পেমেন্ট প্রসেসিং ব্যবহার করবে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বর্তমান কোভিড পরিস্থিতিতে ফেস টু ফেস পণ্য বিপণনের সুযোগ সীমিত হওয়ায় অনলাইন প্ল্যাটফর্মে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য কেনাবেচা জোরদার করার আহবান জানান এবং জয়িতা ফাউন্ডেশনের ‘ই-জয়িতা’ প্ল্যাটফর্ম চালু করার উদ্যোগকে স্বাগত জানান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব জনাব সাইদুল ইসলাম ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জনাব চেমন আরা তৈয়ব ‘ই-জয়িতা’ প্ল্যাটফর্মকে ক্রেতাবান্ধব করার প্রয়োজনীয় করার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন।