চলতি ইলিশের মৌসুমকে কেন্দ্র করে চাঁদপুর নদী অঞ্চলের মৎসজীবীদের আহরিত ইলিশ মাছ অনলাইনের মাধ্যমে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের মধ্যে পৌঁছে দিতে জেলা প্রশাসন চাঁদপুর ও সরকারের আইসিটি ডিভিশনের এসপায়ার টু ইনোভেট (এটু্আই) প্রোগ্রামের একশপ এর উদ্যোগে চালু করা হচ্ছে ‘লাইভ ফ্রম ইলিশের বাড়ি’ ক্যাম্পেইন। ২৮ আগস্ট ২০২১ অনলাইনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্যোগের সূচনা করা হয়েছে।এই ক্যাম্পেইনের মাধ্যমে চাঁদপুরের মৎসজীবীদের কাছ থেকে ইলিশ সংগ্রহ করে ঢাকার ক্রেতাগণের কাছে পৌঁছে দেওয়া হবে। ঢাকার ক্রেতারা একশপের ওয়েবসাইট ও এ্যাপের মাধ্যমে ক্রয় করতে পারবেন। একশপের পাশাপাশি বেসরকারি খাতের ইকমার্স সাইট চালডাল ডট কম, ইভ্যালি, পারমিডা, খাস ফুডেও পাওয়া যাবে এই ক্যাম্পেইনের ইলিশ। এই ক্যাম্পেইনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে ই-ক্যাব ও উইম্যান ইন ই-কমার্স প্ল্যাটফর্ম। ক্যাম্পেইনটির প্রমোশনে কাজ করছে ফোর্থ ওয়াল কমিউনিকেশনস।

অনলাইনে আয়োজিত এই ক্যাম্পেইনের সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদয় সম্মতি জ্ঞাপন করেছেন আইসিটি ডিভিশনের সম্মানীত সিনিয়র সচিব জনাব এন এম জিয়াউল আলম পিএএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক(অতিরিক্ত সচিব) জনাব ড. আব্দুল মান্নান পিএএ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এটুআই প্রোগ্রামের যুগ্ম প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব জনাব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির।এতে আরও উপস্থিত ছিলেন ই-ক্যাবের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন, ইউনিডিপির ন্যাশনাল কন্সালটেন্ট সারাহ জিতা, c প্ল্যাটফর্মের নাসিমা আক্তার নিশা, লজিস্টিক কোম্পানি ই-কুরিয়ারের সিইও বিপ্লব ঘোষ রাহুল, আইসিটি ডিভিশনের ডেপুটি সেক্রেটারি মোঃ শামসুজ্জামান পিএমপি, আইসিটি ডিভিশনের এটুআই প্রোগ্রামের ন্যাশনাল পোর্টাল ইমপ্লিমেন্টেশন স্পেশালিস্ট জনাব মোঃ দৌলতুজ্জামান খাঁন, আইসিটি ডিভিশনের এটুআই প্রোগ্রামের হেড অব ই-কমার্স রেজোয়ানুল হক জামি। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন এটুআইয়ের ন্যাশনাল কন্সালটেন্ট শাহরিয়ার হাসান জিসান।

“লাইভ ফ্রম ইলিশের বাড়ি” থেকে কেনাকাটার জন্য চোখ রাখুন একশপ পেইজ এবং ওয়েবসাইটে ।অফার সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুনঃhttps://linkbox.ekshop.gov.bd/ilish-live