দেশের ৬৪টি জেলার প্রসিদ্ধ পণ্যকে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে দেশব্যাপী ও বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়ার জন্য একশপ, এসপায়ার টু ইনোভেশন (এটুআই) এবং জেলা প্রশাসন এর সম্মিলিত প্রয়াস ‘জেলা ব্র্যান্ডিং’ এর প্রশিক্ষণ কার্যক্রমএ এবার যুক্ত হলো সিলেট।
এই কার্যক্রমের আওতায় দেশব্যাপী প্রান্তিক উদ্যোক্তাদের অনলাইন ব্যবসায় স্বাছন্দ্য ও যুগোপযুগী করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও প্রয়োজনীয় অবকাঠামো সেবা প্রদান করা হয়ে থাকে।
এরই ধারাবাহিকতায় গত ০৩ আগস্ট, ২০২১ সকাল ৮:৩০ থেকে ২:০০ টা অবধি একটি ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আনোয়ার সাহাদত এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। প্রশিক্ষক হিসাবে ছিলেন এটুআই এর প্রকল্প পরিচালক ড. আব্দুল মান্নান,যুগ্ম সচিব সেলিনা পারভেজ, যুগ্ম প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন, উপ-সচিব মো: শামসুজ্জামান, রেজওয়ানুল হক জামি এবংএটুআই স্পেশালিস্ট উপ-সচিব দৌলতুজ্জামান খান। এছাড়াও সিলেট জেলার উদ্যোক্তাদের প্রশিক্ষক হিসাবে ছিলেন একশপের শায়লা কাদের এবং ইফ্ফাত জাহান পিথিয়া।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি এটি এম সুয়েব, জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, আনলাইন প্রেসক্লাবে সভাপতি মুহিত চৌধুরী,
সিলেট পর্যটন শিল্প সমিতি লিমিটেডের সভাপতি সাংবাদিক হুমায়ুন কবির লিটন প্রমুখ।
অনুষ্ঠানে উদ্যোক্তারা ই-কমার্স লিটারেসি, একশপ ও অন্যান্য ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে ব্যবসার প্রসার, প্রোডাক্ট ফটোগ্রাফি, প্রোডাক্ট প্রাইসিং, মার্কেটিং স্ট্র্যাটেজি, সোর্সিং, প্যাকেজিং ও ডেলিভারি, লজিস্টিকস, ডিজিটাল মার্কেটিং এবং জেলা ব্রান্ডিং ব্যবহার করে পণ্যের বিক্রি বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সমক্ষ ধারণা লাভ করেন।