যশোর, ঝিনাইদহ, ভোলা ও গোপালগঞ্জ জেলায় ব্র্যান্ডিং কার্যক্রমের সক্ষমতা ও দক্ষতা উন্নয়নে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের স্থানীয় প্রশাসনের আয়োজনে ও এটুআই প্রোগ্রামের সহযোগীতায় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
মার্চ ও এপ্রিল মাসব্যাপী প্রতিজেলায় দুই দিনব্যাপী এই আয়োজনে উদ্যোক্তারা আর্থিক ব্যবস্থাপনার দক্ষতা, ই-কমার্স এর বিভিন্ন ডিজিটাল টুল ও একশপ ব্যবহার করে ব্যবসার সম্প্রসারণ করার কার্যকরী পদ্ধতি শিখেন।
আয়োজনে এটুআই প্রোগ্রাম ও স্থানীয় জেলা প্রশাসনের জেষ্ঠ্য কর্মকর্তারা তাদের দিকনির্দেশনামূলক মূল্যবান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র প্রদান করা হয়।
Show Comments