সুধী , আপনারা জেনে খুশি হবেন যে ,একশপের উদ্যোগে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের এটুআই প্রকল্পের সরকারি ইকমার্স প্লাটফর্ম একশপের সাথে we নিয়ে এসেছে একটি সমন্বিত ডেলিভারি সেবা। অগ্রগণ্য ডেলিভারি কোম্পানি গুলোকে এক প্লাটফর্মে উদ্যোক্তাদের কাছে নিয়ে আসার উদ্যোগেটি বাস্তবায়নে রোজ শনিবার বিকেল ৩ টায় মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী , জনাব জুনায়েদ আহমেদ পলক সেবাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উই এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা এবং একশপ ইকমার্স টিম লিড জনাব রেজওয়ানুল হক জামি। বাংলাদেশে মহিলা উদ্যোক্তাদের একটি বিস্তৃত নেটওয়ার্ক প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু হয়েছিল WE। সংগঠনটির বিশ্বাস করে একটি সাপোর্ট সিস্টেম তৈরির মাধ্যমে শিক্ষার সুযোগ তৈরিতে, যা মহিলা উদ্যোক্তাদের তাদের নৈপুণ্যকে ব্যবসায় পরিণত করার অনুপ্রেরণা যোগাবে।এখন থেকে WE এর সকল পণ্য পৌঁছে যাবে দেশের যেকনো প্রান্তে , অনায়াসে। এই উপলক্ষে ঢাকার বাহিরে সারাদেশজুড়ে ডেলিভারি পাচ্ছেন মাত্র ৬০ টাকায়। ওয়েবসাইট লিংক : https://wedelivery.net/
Show Comments