পটুয়াখালী, শরীয়তপুর, পিরোজপুর, বাগেরহাট, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় জেলা ব্র্যান্ডিং কার্যক্রমের সক্ষমতা ও দক্ষতা উন্নয়নে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের স্থানীয় প্রশাসনের আয়োজনে ও এটুআই প্রোগ্রামের সহযোগীতায় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

মে ও জুন মাসব্যাপী প্রতিজেলায় দুই দিনব্যাপী এই আয়োজনে উদ্যোক্তারা আর্থিক ব্যবস্থাপনার দক্ষতা, ই-কমার্স এর বিভিন্ন ডিজিটাল টুল ও একশপ ব্যবহার করে ব্যবসার সম্প্রসারণ করার কার্যকরী পদ্ধতি শিখেন। কর্মশালায় সংশ্লিষ্ট জেলা প্রতিনিধির সভাপতিত্বে প্রধান অতিথি আইসিটি বিভাগের যুগ্মসচিব ও এটুআই প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দুই দিনব্যাপি হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। 

জেলা ব্রান্ডিং কার্যক্রমের সক্ষমতা উন্নয়নে জেলা পর্যায়ে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে’- এই ট্যাগলাইন নিয়ে হাতে- কলমে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। আয়োজনে এটুআই প্রোগ্রাম ও স্থানীয় জেলা প্রশাসনের জেষ্ঠ্য কর্মকর্তারা তাদের দিকনির্দেশনামূলক মূল্যবান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র প্রদান করা হয়।