ডাক বিভাগের ডিজিটাল সেবা প্রান্তিক পর্যায় নিশ্চিত করার লক্ষ্যে এবং সারাদেশের ৮৫০০ ডিজিটাল ডাক কেন্দ্রের উদ্যোক্তাদের উন্নয়নে ডাক বিভাগ ও একশপের যৌথ উদ্যোগে বুধবার (১৫ জুন, ২০২২) অনলাইনে বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে পরিচালিত এটুআই এর হেড অফ ই-কমার্স রেজওয়ানুল হক জামি এসময় উদ্যোক্তাদের যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল ও টেকনোলজিকাল দক্ষতা অর্জনের উপর জোর দেন।

তিনি বলেন, “বর্তমানে ডিজিটাল প্লাটফর্মে ব্যবসা করতে উদ্যোক্তাদের আরও বেশি দক্ষতা অর্জন করতে হবে। নতুন সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে এবং সেবা প্রার্থীদের অগ্রাধিকার দিতে হবে। আমাদের একশপ একাডেমি এবং দেশব্যাপী আয়োজিত কর্মশালাগুলো উদ্যোক্তাদের বিনামূল্যে ব্যবসায়িক দক্ষতা অর্জনে কাজ করে যাচ্ছে।”

ইউএনডিপি বাংলাদেশের ন্যাশনাল কনসালটেন্ট সারাহ জিতা বলেন, “নারী উদ্যোক্তাদের ব্যবসাকে ডিজিটাল ট্রান্সফরমেশন জন্য বিশেষ গুরুত্ব দিয়ে ‘আনন্দমেলা প্লাটফর্ম’ তৈরি করা হয়েছে। বাংলাদেশ ডাক বিভাগ ও একশপের মাধ্যমে আনন্দমেলার সকল সেবা প্রান্তিক উদ্যোক্তাদের নিকট পৌছে দিতে আনন্দমেলা প্লাটফর্ম সামনের দিনে একযোগে কাজ করবে।”

এটুআই একশপের আনাস হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের অতিরিক্ত পোষ্ট মাস্টার জেনারেল মাসুদ খান, ডেপুটি পোষ্ট মাস্টার জেনারেল কাম সিনিয়র পোষ্ট মাস্টার ঢাকা জিপিও মাসুদ পারভেজ, ডেপুটি পোষ্ট মাস্টার জেনারেল খন্দকার শাহ্‌নূর সাব্বির, এটুআই প্রোগ্রামের ই-কমার্স টিম লিড জনাব রেজওয়ানুল হক জামি, একশপ হেড অফ অপারেশন তৌফিক আহমেদ, ইউএনডিপি বাংলাদেশের ন্যাশনাল কনসালটেন্ট সারাহ জিতা, একশপ কনসালটেন্ট সোহরাব পারভেজ, ডিজিটাল ডাক কেন্দ্র উদ্যোক্তা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি দ্বিপায়ন সুশীল, সাধারণ সম্পাদক এস এম মাজেদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ ইব্রাহিম সবুজসহ সারাদেশ হতে উদ্যোক্তারা অংশ গ্রহণ করেন।