একশপ এ চলছে দেশের সর্ব বৃহৎ বৈশাখী মেলা ও ঈদ উৎসব ক্যাম্পেইন।
বাঙালির প্রাণের উৎসব বৈশাখ। প্রত্যেক বাঙালি নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখকে উৎসবের মাধ্যমে বরণ করার জন্য অপেক্ষায় থাকে। আর এ দিনটি যেন পরিপূর্ণভাবে উদযাপন করতে পারে, সে লক্ষ্য নিয়ে প্রতিবছরের মতো এবারও বৈশাখী মেলার বড় আয়োজন করেছে একশপ।
নতুন বছরে নতুন নতুন পণ্যের সমাহার নিয়ে একশপ এর সাথে আছে আনন্দমেলার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। এছাড়া ক্যাম্পেইন এ পেয়ে যাবেন পবিত্র রমজান মাসের প্রয়োজনীয় সকল পণ্য। ঈদুল ফিতর উপলক্ষে ক্রেতাদের কেনাকাটা আরো সহজ করতে আকর্ষণীয় মূল্য ছাড়ে ‘ঈদ ক্যাম্পেইন আরো আছে নতুন ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, টপ্স, লং কুর্তা, স্কার্ট-টপ্স, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, ফতুয়া, বাচ্চাদের পোশাকসহ নানা উপহার সামগ্রী ও ঘর সাজানোর অনুষঙ্গ।
Show Comments