বিশ্বের প্রথম ইন্ট্রিগেটেড এসিস্টেড গ্রামীণ ই-কমার্স প্ল্যাটফর্ম একশপের মাধ্যমে জনগণের কাছে ই-কর্মাস সেবা পৌঁছে দেওয়ায় অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন সরকারি ডিজিটাল সেন্টারে কর্মরত প্রায় ৮৫০০ এবং ডিজিটাল ডাক ঘরের প্রায় ১৭০০০ উদ্যোক্তা।
তাদের এই কর্মদক্ষতাকে স্বীকৃতি জানাতে ১২ ফেব্রুয়ারি ২০২২ আয়োজিত হয় ‘একশপ সফল উদ্যোক্তা ২০২১’।
নাগরিকদের সর্বোচ্চ ই-কমার্স সেবা প্রদান করে এ বছর ডিজিটাল সেন্টারে কর্মরতদের মধ্যে সফল উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন জেসমিন আক্তার (হাটহাজারী পৌরসভা), মোঃ কামরুল হাসান (লক্ষ্মীপুর পৌরসভা) ও আকাশ দাশ (হাজির হাট ইউনিয়ন)।
এছাড়াও ডিজিটাল ডাকঘরে কর্মরতদের থেকে নির্বাচিত হয়েছেন মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, (বড়দিয়া ডিজিটাল ডাকঘর), দ্বিতীয় তানিন আহমেদ (বড়ফেছি বাজার ডিজিটাল ডাকঘর) ও তৃতীয় আব্দুল হালিম (কুতুবপুর ডিজিটাল ডাকঘর)।
অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা ও মূল বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের হেড অফ ই-কমার্স রেজওয়ানুল হক জামি।
উদ্যোক্তাদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজনকে তিনি প্রতিবছর চালু রাখার আশা ব্যক্ত করেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন একশপের কার্যনিবাহক ও এটুআই এর ন্যাশনাল কনসালটেন্ট মোঃ শাহারিয়ার হাসান জিসান, তৌফিক আহমেদ সহ একশপ টিমের সদস্যরা।