দ্বিতীয় বারের মতো একশপ -এটুআই এর কারিগরি সহযোগিতায় ই-ক্যাবের উদ্যোগে ডিজিটাল হাট. নেট, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বাংলাদেশ ডেইরি ফার্ম এসোসিয়েশন কোরবানি পশু বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম ‘http://www.digitalhaat.net ডিজিটাল গরুর হাট আজ ৪ জুলাই ,২০২১ ওয়েবিনারের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপি।
সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো: আতিকুল ইসলাম। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী টিপু মুনশি এমপি,মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ.ম. রেজাউল করিম এমপি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্থানীয় সরকার, মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম পিএএ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, ভূমি মন্ত্রণালয়ের সচিব মো: মোস্তাফিজুর রহমান পিএএ, এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন, ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শমী কায়সার।
এছাড়াও অনুষ্ঠানের আলোচক হিসেবে ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: সেলিম রেজা, অতিরিক্ত সচিব মো: হাফিজুর রহমান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, বাণিজ্য মন্ত্রণালয় ও সমন্বয়ক, বিজনেস প্রমোশন কাউন্সিলের যুগ্ম সচিব মো: আব্দুর রহিম খান, বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশনের সভাপতি মো: ইমরান হোসাইন, ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মো: আব্দুল ওয়াহেদ তমাল, টিম হেড, একশপ, এটুআই-এর রেওয়ানুল হক জামি।
এবার প্রথম বারের মতো ক্রেতা এবং বিক্রেতার সুবিধার্থে একশপ -এ টু এই এর অসাধারণ উদ্ভাবন পেমেন্ট গেটওয়ে সার্ভিস এসক্রো সুবিধাটি ডিজিটাল হাটে যুক্ত করা হয়েছে। ২০ অক্টোবর ২০১৯ সালে মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় এসক্রো সেবাসহ একশপ উদ্বোধন করেন। একশপ প্লাটফর্ম থেকে ২০১৯ সালের এপ্রিল মাস থেকে পাইলট পর্যায়ের এসক্রো সেবাটি ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক ,বাণিজ্য মন্ত্রণালয় এর গাইডলাইন এবং ই-ক্যাব কর্তৃক প্রণীত এস ও পি যা বাণিজ্যমন্ত্রণালযে প্রকাশ প্রক্রিয়াধীন আছে তা প্লাটফর্মে যুক্ত করা হয়েছে। এই বিষয়ে সংক্ষেপে এটুআই- একশপ টিম হেড, জনাব রেজ ওয়ানুল হক জামি এসক্রো সেবার প্রক্রিয়া উপস্থাপন করেন। ডিজিটাল হাটে ইউএনডিপি-এর উদ্যোগ আনন্দমেলা প্ল্যাটফর্মসহ স্বপ্ন প্রকল্প ,নারীদের উই হাট ,আজকেরডিল ,দারাজ , সাদিক এগ্রোসহ সারাদেশ থেকে বিভিন্ন উদ্যোক্তা তাদের পশু বিক্রয় এর জন্য এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন।
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম দ্বিতীয়বারের মতো চালু হওয়া ডিজিটাল কোরবানির হাট থেকে প্রথম ক্রেতা হিসেবে এস্ক্রো সেবা ব্যবহার করে গরু ক্রয় করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম মাননীয় মন্ত্রীকে গরু কিনতে সহযোগিতা করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি বলেন, হাট থেকে কেনাকাটা করতে গেলে ঝুঁকি ও ঝামেলা রয়েছে। তাই ঝামেলা এড়াতে ডিজিটাল হাট থেকে কেনাকাটা করাই ভালো। করোনা থেকে সুরক্ষার পাওয়ার জন্য ডিজিটাল হাটের উদ্যোগ নেয়া প্রয়োজন। আপনারা অনলাইন কেনাকাটার জন্য অ্যাপস চালু করেছেন এটা সবাইকে জানাতে হবে। অনলাইনে কেনাকাটার বুকিং বা রেজিস্ট্রেশনের সময় বাড়ানো দরকার। তিনি এই ধরনের উদ্যোগের জন্য সবাইকে ধন্যবাদ জানান।এছাড়াও মাননীয় প্রতিমন্ত্রী ,জুনায়েদ আহমেদ পলক ডিজিটাল হাট ও একশপ এসক্রো উদ্যোগকে সাধুবাদ জানান এবং সকলকে আহব্বান জানান ঘরে বসে নিরাপদে অনালাইনে কোরবানির পশু কেনাবেচা করবার ।