নিত্য প্রয়োজনীয় পণ্য সহজে ও দ্রুত সময়ে জনগণের কাছে পৌঁছে দিতে এটুআই’র উদ্যোগ বাংলাদেশের প্রথম রুরাল এসিস্টেড ই-কমার্স প্লাটফর্ম ‘একশপ’ এর সঙ্গে যুক্ত হয়েছে স্টার লাইন ফুড প্রোডাক্টস লিঃ। এখন থেকে একশপ প্লাটফর্মে স্টার লাইন ফুডস এর পণ্য পাওয়ার সাথে সাথে একশপের দেশজুড়ে ছড়িয়ে থাকা এজেন্টরা স্টার লাইন ফুড প্রোডাক্টস লিঃ এর পণ্য সুলভে কেনাকাটা করতে পারবেন।

বাংলাদেশের একমাত্র ডেডিকেটেড গ্রামীণ ই-কমার্স নেটওয়ার্ক একশপ দেশের সীমা ছাড়িয়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও তুরস্কে পৌঁছে গেছে। স্টার লাইন ফুডস এর পণ্য এখন দেশের প্রবাসী বাংলাদেশিদের কাছেও পৌঁছে দেবে একশপ।

আজ একশপ অফিসে এই সংক্রান্ত একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টারলাইন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ‘হাজী আলাউদ্দিন’ এবং এটুআই এর হেড অফ ই-কমার্স ও একশপ এর টিম লিড ‘মো: রেজওয়ানুল হক জামি’।

এ সময় এটুআই’র ন্যাশনাল কনসালট্যান্ট ‘শাহরিয়ার হাসান জিসান’ ও একশপ এর হেড অব অপারেশন ‘তৌফিক আহমেদ’ এবং স্টারলাইন গ্রুপের ডিরেক্টর ‘মাইন উদ্দিন’ ও সিনিয়র জেনারেল ম্যানেজার ‘সঞ্জিত সাহা টিটু’ উপস্থিত ছিলেন।  

একশপ টিম লিড রেজওয়ানুল হক জামি বলেন, ‘দেশজুড়ে এক শপের প্রায় ছয় হাজারের অধিক ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও আট হাজারের অধিক পোস্ট অফিস ডিজিটাল সেন্টার এর মাধ্যমে গ্রাহকেরা স্টার লাইন ফুডস এর পণ্য নিতে পারবেন’।

ই-কমার্স কোম্পানি, লজিস্টিক কোম্পানি, পেমেন্ট সুবিধা, পোস্ট অফিস ও ইউডিসি নেটওয়ার্কের মধ্যে সমন্বয় করে একশপ প্ল্যাটফর্ম। এতে একদিকে যেমন প্রান্তিক উৎপাদনকারীর পণ্য প্রায় ২৫ লাখ ই-কমার্স গ্রাহকের কাছে পৌঁছানোর সুযোগ হবে, তেমনি শহরের মানুষও ঘরে বসে গ্রামের পণ্য কিনতে পারবেন।