বাংলাদেশের অন্যতম এক্টিভ উদ্যোক্তা নেটওয়ার্ক নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন – উদ্যোক্তা তৈরির কেন্দ্র এবং “সেরা বাংলা ৬৪” সাথে একশপের আনুষ্ঠানিক পথ চলা শুরু হলো।

দেশের প্রান্তিক পর্যায়ে ইকমার্স বিস্তৃত করতে সেরা বাংলা ৬৪ এবং এটুআই -একশপ এর সাথে পার্টনারশীপ করা হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীকে ই-কমার্স পণ্য কেনাবেচা করা এবং অনলাইন পেমেন্ট এর মাধ্যমে লেনদেন করা আরো সহজতর করতে এই পার্টনারশীপ সম্পন্ন করা হয়।

“সেরা বাংলার সেরা পণ্য” স্লোগান নিয়ে সেরা বাংলা ৬৪ বাংলাদেশের প্রথম দিকের ই-কমার্স প্ল্যাটফর্ম, যা দেশের ৬৪ জেলায় ছড়িয়ে থাকা পণ্য গুলো এক জায়গায় নিয়ে এসেছে। আবার সেরাবাংলার সব পণ্য এখন ইউনিয়ন ডিজিটাল সেবা কেন্দ্রসহ বাংলাদেশের সবগুলো বড় প্লাটফর্মে পাওয়া যাবে। রয়েছে দেশব্যাপী ছড়িয়ে থাকা ৯০০± লজিস্টিক সেন্টার থেকে পিক আপ ড্রপ অফ সুবিধা। আরো আছে buy-now.biz official group এর সহজ ইনস্ট্যান্ট পেমেন্ট গেটওয়ে সুবিধাও।

“নিজের বলার মতো একটা গল্প” ফাউন্ডেশনের লাখো ই-কমার্স ও এফ-কমার্স উদ্যোক্তাদের স্বল্প খরচে ঢাকাসহ সারাদেশে একশপ এর ৯০০+ ডেলিভারি পয়েন্টের মাধ্যমে কম খরচে পণ্য ডেলিভারির জন্য a2i এর একশপ এর সাথে যাত্রা শুরু হলো । এটুআই এর সারা দেশে ছড়িয়ে থাকা জেলা ব্র্যান্ডিং উদ্যোক্তাদের সাথে মিল বন্ধন ঘটে যাবে ফাউন্ডেশনের।আবার এই পণ্য গুলো এক শপের মাধ্যমে ছড়িয়ে পড়বে বাংলাদেশের সব প্রান্তে এমনকি বিদেশেও।